বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ১০, ২০২৪ by

নাচোলে চুরি হওয়া রিকশা ভ্যান উদ্ধার : গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে চুরি হওয়া এক প্রতিবন্ধীর রিকশা ভ্যান উদ্ধার করেছে পুলিশ। ভ্যানটি চুরি সঙ্গে জড়িত থাকার অভিযোগ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি যশোর জেলার কোতয়ালী থানার শংকরপুর গ্রামের নুর মোহাম্মদ গাজীর ছেলে মো. বাপ্পী গাজী (৩৫)। তার বর্তমান ঠিকানা রাজশাহীর তানোর উপজেলার তানোরপাড়া গ্রাম।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, গত ২৮ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী কলেজের সামনে নাচোল উপজেলার দোগাছী গ্রামের মো. ওয়াজেদ আলীর ছেলে প্রতিবন্ধী আব্দুর রহিম (৩২)কে চেতনা নাশক দ্রব্য পান করিয়ে অজ্ঞান করে। পরে তার ব্যাটারি চালিত ভ্যান গাড়িটি চুরি করে নিয়ে নিয়ে যায়। এরপর জেলা পুলিশের ঊর্ধ্ভতন কর্মকর্তাদের নিদের্শনায় গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে নাচোল থানাধীন নেজামপুর বাজারে অভিযান চালায় পুলিশ।
অভিযানে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সদস্য মো. বাপ্পী গাজীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর রাত সাড়ে ৪টার দিকে রাজশাহী জেলার মোহনপুর থানার আমলাইন গ্রামে অভিযান চালিয়ে প্রতিবন্ধী রহিমের চুরি যাওয়া ভ্যানগাড়িটি উদ্ধার করা হয়।
এঘটনায় নাচোল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

About The Author

শেয়ার করুন