নাচোলে চিকিৎসা সহায়তার চেক বিতরণ

12

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়াসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ১৯ জন রোগীকে ৯ লাখ ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তার চেক প্রদান করা হয়েছে। এদের মধ্যে ১২ জন ক্যান্সার, ২ জন জন্মগত হৃদরোগ, ৩ জন থ্যালাসেমিয়া, ১ জন লিভার সিরোসিস ও ১ জন স্ট্রোকে প্যারালাইসিস রোগী রয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মিনি কনফারেন্স রুমে এই চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন- পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, পিআইও সোহেল রানা ও প্যানেল মেয়র তারেক রহমান।
আলোচনা শেষে রোগীদের মধ্যে চেকগুলো বিতরণ করা হয়।