Last Updated on জুন ২৩, ২০২৫ by
নাচোলে চালককে হত্যা করে ভ্যান নিয়ে গেছে দুর্বৃত্তরা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাজু আহম্মেদ (২১) নামে এক ব্যাটারিচালিত রিকশাভ্যান চালককে গলা কেটে হত্যা করে ভ্যান নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পারিলা এলাকা থেকে রাজুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রাজু নাচোল উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুল মোত্তালেবের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত রবিবার সকালে অন্য দিনের মতো ব্যাটারিচালিত রিকশাভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন রাজু। ‘বাড়িতে আসছি’ বলে রাতে তার মায়ের সঙ্গে একবার ফোনে কথাও হয়। কিন্তু রাজু আর বাড়ি ফিরেননি।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, সোমবার ভোরে ফতেপুর ইউনিয়নের পারিলা এলাকায় সড়কের পাশে ভ্যানচালকের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে, রবিবার দিবাগত গভীর রাতে ভ্যানচালক রাজুকে গলা কেটে হত্যা করে তার গাড়িটি নিয়ে যায় দুর্বৃত্তরা। ভ্যানগাড়ির জন্য দুর্বৃত্তরা রাজুকে হত্যা করে থাকতে পারে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অনুসন্ধান শুরু করেছে পুলিশ।
এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।