Last Updated on মে ২৮, ২০২৪ by
নাচোলে গ্রাম আদালত কার্যক্রমের মাসিক সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত কার্যক্রমের দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতির বিষয়ক এই সভা মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ইউনিয়ন পরিষদ সচিবরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের নাচোল উপজেলা সমন্বয়কারী মু. নাসির উদ্দিন সভাটি সঞ্চালনা করেন।