শনিবার, ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ১২, ২০২৫ by

নাচোলে গণসংহতি আন্দোলনের মিছিল ও পথসভা

চাঁপাইনবাবগঞ্জে নাচোলে গণসংহতি আন্দোলনের উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় নাচোল ইলা মিত্র গণপাঠাগার ও সংস্কৃতি চর্চা কেন্দ্র থেকে গণসংহতি নাচোল শাখার উদ্যোগে মিছিলটি বের হয়ে বাসস্ট্যান্ড গোলচত্বরে পথসভায় মিলিত হয়।
এতে বক্তব্য দেন— গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনিরউদ্দিন পাপ্পু, রাজশাহী জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ মুরশেদ, পবা উপজেলা শাখার আহ্বায়ক রঞ্জু আহমেদ, নাচোল উপজেলা শাখার আহ্বায়ক নূর উদ্দিন, সদস্য সচিব চাঁন মিয়া, যুগ্ম আহ্বায়ক রবিউল আলম টুয়েল।
বক্তারা আওয়ামী লীগের স্বৈরশাসক শেখ হাসিনার দীর্ঘদিনের শাসনামলের দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, খুন, গুম, ভোটাধিকার হননের কথা তুলে ধরে বলেন— আওয়ামী লীগের পতন হয়েছে। এখন এদেশকে একটি গণতান্ত্রিক দেশে পরিণত করতে আসুন আমরা সবাই গণসংহতি আন্দোলনে যোগ দেই এবং সোনার বাংলাদেশ গড়ে তুলি।
পথসভা শেষে ইলা মিত্র পাঠাগারে সাংগঠনিক কর্মীসভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আবদুর রশীদ নীলু।

About The Author

শেয়ার করুন