নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

24

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩০ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা চত্বরে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন ও মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে বাইসাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেনÑ উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম হাসান, উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হারুন-অর-রশিদ।
উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কার্যালয় হতে প্রাপ্ত বরাদ্দ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় শিক্ষা উপকরণের মধ্যে ৩০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীর প্রত্যেকের হাতে একটি করে বাইসাইকেল তুলে দেয়া হয়েছে।