রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাবান, ১৪৪৬ হিজরি

Last Updated on জানুয়ারি ২০, ২০২৫ by

নাচোলে কৃষক দলের সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেলে উপজেলার নাচোল ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি। প্রধান বক্তা ছিলেন- জেলা কৃষক দলের সদস্য সচিব দুরুল হোদা।
নাচোল উপজেলা কৃষক দলের আহ্বায়ক শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন- নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, নাচোল মহিলা কলেজের প্রফেসর মো. আলাউদ্দিন, নেজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোসলিম উদ্দিন, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মজিবুর রহমান, নাচোল উপজেলা যুবদলের সভাপতি আশিক মাহমুদ, সাধারণ সম্পাদক আজিম উদ্দিনসহ আরো অনেকে।

About The Author

শেয়ার করুন