Last Updated on অক্টোবর ৭, ২০২৪ by
নাচোলে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কিশোর কণ্ঠ ও পাঠক ফোরামের উদ্যোগে কিশোর কণ্ঠ কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কিশোরকণ্ঠ পাঠক ফোরাম এই কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার প্রদানের আয়োজন করে।
“বিশ্বাস বুকে এগিয়ে চলো তোমরা তো দুর্জয়, স্বপ্ন যখন দ্বীনের বিজয় আসবে তো নিশ্চয়”- এ স্লোগানকে ধারণ করে সোমবার সকাল সাড়ে ১০টায় নাচোল উপজেলা জামায়াত অফিসে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
কিশোর কণ্ঠের সাহিত্য সম্পাদক রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কিশোরকণ্ঠ পাঠক ফোরামের চেয়ারম্যান মোখতারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- কিশোর কণ্ঠ পাঠক ফোরামের সাবেক চেয়ারম্যান ও নাচোল পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম এবং ফোরামের সাবেক ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন সোহাগ।
আলোচনা শেষে কিশোর কণ্ঠ কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কিশোর কণ্ঠ পাঠক ফোরামের নাচোল উপজেলা শাখার ভাইস চেয়ারম্যান নাফিস উদ্দিন।