চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কালাজ্বর নির্মূল কার্যক্রম জোরদার করার লক্ষে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পাপিয়া সুলতানার সভাপতিত্বে অুনষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ, উপজেলা শিক্ষা অফিসার রোকছানা আনিছা, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, ১নং কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ও উপজেলা তথ্য আপা, খাদিজা খাতুন। সভায় শিক্ষক সাংবাদিক, ইমাম ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। কালাজ্বর সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরেন স্বাস্থ অধিদপ্তরের জাতীয় কালাজ্বর নির্মূল কর্মসুচি, এন্টোমলজিক্যাল সার্ভিলেন্স এক্সপার্ট মো. ইশা ও বিশ্ব সাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা.ফারহানা হক।