Last Updated on অক্টোবর ২১, ২০২৪ by
নাচোলে কাদেরসহ মামলা ২৬ জনের বিরুদ্ধে
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল কাদেরকে প্রধান আসামি করে এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাসসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
চাঁদা দাবি, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাগানের আম্রপালি, মাল্টা ও কলাগাছ কাটার অভিযোগ এনে এস্তাব আলী নামের এক ব্যক্তি বাদী হয়ে গত রবিবার নাচোল থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং ২০। এরই মধ্যে মামলার এজাহারভুক্ত দুজনকে পুলিশ আটক করে জেলহাজতে প্রেরণ করেছে।
মামলার বাদী ফতেপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের মৃত সুলতানের ছেলে এস্তাব আলীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৪ মে বেলা ১১টার দিকে ফতেপুর ইউনিয়নের মাড়কৈল মৌজার ১৭৪ খতিয়ানে ৩৮৫ দাগের আব্দুল কুদ্দুসের বর্গাচাষি এস্তাব আলীর ৩ বিঘার আমবাগানে আসামি আব্দুল কাদের ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এস্তাব আলী চাঁদা দিতে অস্বীকার করায় এজাহারভুক্ত আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তার বাগানের ১৭০টি আম্রপালি, ৮০টি মাল্টা ও ১৫০টি কলাগাছ কর্তন করেন। এর ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ টাকা।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাদী এস্তাব আলীর দায়ের করা মামলায় লোকমান ও ফরহাদ হোসেন সবুজকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।