শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ৬, ২০২৪ by

নাচোলে কমিউনিটি ক্লিনিক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সভা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কমিউনিটি ক্লিনিক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পৃথকভাবে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর কমিউনিটি ক্লিনিক সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ইউপি সদস্য মোজাম্মেল হক ও আব্দুল জব্বার, সংরক্ষিত আসনের সদস্য রেবিনা খাতুন, লক্ষ্মীপুর কমিউনিটি ক্লিনিকের হেলথ অ্যাসিস্টেন্ট আজিজুর রহমান, সিএইচসিপি মাসুমা খাতুন, এফডব্লিউএ প্রিয়াঙ্কা রানী ও কামরুন নাহার।
সভায় কমিউনিটি ক্লিনিকের সীমানা প্রাচীর না থাকা, নিচু জায়গা ভরাট করা ও পানির জন্য মোটর না থাকাসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এ সময় দ্রুত সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন জনপ্রতিনিধিরা।
পরে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো কামাল উদ্দিন, জুনিয়র কনসালটেন্ট (গাইনি ও অবস) ডা. বিউটি বেগম, নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি আশীষ কুমার চক্রবর্তী, তথ্যায়ন ও গবেষণা সম্পাদক মজিদুল ইসলাম, সদস্য সাংবাদিক নুরুল ইসলাম বাবু, বিধান সিং ও জয়শ্রী প্রামানিকসহ অন্যরা।
সভায় উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্যরা হাসপাতালের কিছু সমস্যা তুলে ধরলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তা এক বছরের বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
দুটি সমন্বয় সভায় উপস্থিত ছিলেন- নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, স্বাস্থ্য প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক আব্দুর রহমান মানিক, নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী শ্যামল বর্মন, যুগ্ম সমন্বয়কারী আফিফা খাতুন, সদস্য নায়েমা খাতুন ও আসাদুজ্জামান, নাবিউল ইসলাম এবং প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল ও সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হক।
দুটি সভাতেই স্বাস্থ্য অধিকার ফোরামের কার্যক্রম তুলে ধরেন নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ।
উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা সৃষ্টি, স্বচ্ছতা তৈরি, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্যসেবা খাতে টেকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষে কাজ করছে নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। এতে সহযোগিতা করছে বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

About The Author

শেয়ার করুন