বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২২ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ২৫, ২০২৫ by

নাচোলে ওলামা বিভাগের উদ্যোগে সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জামায়াতে ইসলামি ওলামা বিভাগের আয়োজনে দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত সভায় শতাধিক আলেম-ওলামা অংশগ্রহণ করেন।
নাচোল বেগম মহসিন ফাজিল মাদ্রাসা মিলনায়তনে ওলামা বিভাগ নাচোল উপজেলা শাখার সভাপতি মাওলানা কামরুজ্জামানের সভাপতিত্বে দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ড. মু. মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ওলামা পরিষদের সহকারী সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম, পৌর জামায়াতের নায়েবে আমির ডা. রফিকুল ইসলাম, নাচোল উপজেলা ওলামা পরিষদের সেক্রেটারি মাওলানা আব্দুল হান্নান, নাচোল সদর ইউনিয়নের সভাপতি মাওলানা কুরবান আলী, ফতেপুর ইউনিয়নের সভাপতি মাওলানা তরিকুল ইসলাম, নেজামপুর ইউনিয়নের সভাপতি মাওলানা সোহরাব আলী, কসবা ইউনিয়নের সভাপতি মাওলানা হাবিবুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে দাওয়াতি সভার কর্মসূচির অংশ হিসেবে ওলামাদের আয়োজনে এই সভার আয়োজন করা হয়।

About The Author

শেয়ার করুন