চাঁপাইনবাবগঞ্জের নাচোলে খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শ ম আব্দুস সামাদ আজাদ।
শনিবার সকাল ১০টায় বিদ্যালয় চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেনÑ নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডা. সুলতানা পাপিয়া, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা কমন্ডার মতিউর রহমান, মুন্সি হযরত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
আলোচনা শেষে বিদায়ীদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, এ বছর খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১০৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবেন।