নাচোলে এরশাদের ৯২তম জন্মবার্ষিকী পালিত

17

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা ইলা মিত্র পাঠাগারের এ উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নাচোল উপজেলা জাতীয় পার্টি এসব কর্মসূচির আয়োজন করে।
কেক কাটা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেনÑ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ফজলুর রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ আসগার আলী, সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ ফটিক, প্রচার সম্পাদক ফারুক হোসেন ডন, পৌর সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক দুরুল হুদা, জাতীয় যুব সংহতির জেলা আহ্বায়ক তৌহিদুল ইসলাম শাহীনসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জাতীয় পার্টির শিক্ষাবিষয়ক সম্পাদক আনিকুল ইসলাম।
অনুষ্ঠানে ইউনিয়ন ও ওয়ার্ড জাতীয় পার্টিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।