নাচোলে এতিম দুস্থ নারীর গৃহ সংস্কারে রোভার স্কাউট

12

অসহায় নারীর গৃহ সংস্কারের লক্ষে নাচোল সরকারি কলেজের রোভার স্কাউট গ্রুপের একটি দল দিনব্যাপী কাজ করেছেন।
বৃহস্পতিবার নাচোল পৌরসভার ২নং ওয়ার্ডের গুঠইল মহল্লার মৃত সবো শিংয়ের একমাত্র এতিম মেয়ে শ্রীমতি সাবিত্রী বালা ময়নার জরাজীর্ণ গৃহটি এক বান্ডিল ঢেউটিন এবং অন্যান্য উপকরণ দিয়ে সংস্কারের কাজটি সম্পূর্ণ করেছেন নাচোল সরকারি কলেজের রোভার স্কাউটের দল।
শ্রীমতি সাবিত্রী বালার জরাজীর্ণ গৃহ সংস্কারে যোগ দেন আরএসএল প্রভাষক সাইফুল ইসলাম, প্রভাষক বারিউল ইসলাম, শরীরচর্চা শিক্ষক আমিনা খাতুন, ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম, নাচোল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
সিনিয়র রোভার মেট আফিফা খাতুন বলেন- শ্রীমতি সাবিত্রী বালা ময়নার মা-বাবা, ভাই-বোন, চাচা -চাচি, আত্মীয়-স্বজন কেউ নেই। সে এতিম, বড়ই অসহায়। জরাজীর্ণ মাটির একচালা ঘরে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছে। বিষয়টি আমরা জানতে পেরে নাচোল সরকারি কলেজের রোভার স্কাউট গ্রুপ সরেজমিন পরিদর্শন করি।
তিনি আরো বলেন, রোভার স্কাউট সব সময় মানুষের জন্য এবং জাতীয় দুর্যোগে কাজ করে। সে হিসেবে এতিম দুস্থ অসহায় সাবিত্রী বালার জরাজীর্ণ গৃহটি সংস্কার করতে পেরে নিজেদেরকে গর্বিত মনে হচ্ছে।