নাচোলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাইল হকের স্মরণ সভা

78

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ২নং ফতেপুর ইউনিযন পরিষদের চেয়ারম্যান মরহুম ইসরাইল হকের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ফতেপুর ইউনিয়নের খলশী উচ্চ বিদ্যালয় চত্বরে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। নাচোল উপজেলা আওয়ামী লীগ এ স্মরণ সভার আয়োজন করে।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মঈনউদ্দিন মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। স্মরণ সভায় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। স্মরণ সভা সঞ্চালনা করেন নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের।
শেষে মরহুমের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।