শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ২৫, ২০২৫ by

নাচোলে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ২৭১তম নাচোল উপশাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার বাসস্ট্যান্ড মোড় এলাকায় ব্রাদার্স সুপার মার্কেটে এই শাখার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন ব্যাংকের রাজশাহী জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মুহাম্মদ নুরুল করিম। রহনপুর শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখাপ্রধান মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন— জামায়াত নেতা ড. মু. মিজানুর রহমান, ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ শাখাপ্রধান মোহাম্মদ আবু সাঈদ আব্দুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক ইয়াহ্ইয়া খালেদ, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রাইহানুল ইসলাম লুনা, নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
সূচনা বক্তব্য দেন— ব্যাংকের নাচোল উপশাখার ইনচার্জ হামিদুর রহমান। এসময় স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলে শরীয়াহ ভিত্তিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। আর্থিক পরিষেবা প্রদানের পাশাপাশি মানবকল্যাণ ও সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করার মাধ্যমে ইসলামী ব্যাংক গণমানুষের কাছে ইতিবাচক পরিচিতি লাভ করেছে। তিনি আরো বলেন, ইসলামী ব্যাংকের শাখায় প্রদত্ত সব সেবা উপশাখাগুলোতেও প্রদান করা হয়।
এ সময় তিনি নাচোল উপজেলার জনগোষ্ঠীর গুণগত ও মানসম্মত ব্যাংকিং সেবা প্রদান করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন।

About The Author

শেয়ার করুন