নাচোলে ইলামিত্রের ৯৪তম জন্ম বার্ষিকী পালিত

27

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তে-ভাগা আন্দোলনের কিংবদন্তী নেত্রী ইলামিত্রের ৯৪তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। নাচোল ইলামিত্র পাঠাগার ও ইলামিত্র সংসদ যৌথভাবে নেজামপুর ইলামিত্র পাঠাগার পাঙ্গনে জন্ম বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা আয়োজন করে।
ইলামিত্র সংসদের সভাপতি শ্রী বিধান শিং এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য দেন নাচোল থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান, জেলা পরিষদের সদস্য রযলে বিশ্বাস।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নাচোলের বই লেখক ও প্রকাশক আলাউদ্দিন আহাম্মেদ বটু, নাচোল সাংবাদিক অ্যাসোসিযশেন এর সাধারণ সম্পাদক ও কলামিস্ট সাজিদ তৌহিদ, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার।
বক্তারা ইলামিত্রের কর্মজীবন ও তেভাগা আন্দোলনের দৃশ্যপট তুলে ধরেন।