মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ১১, ২০২৪ by

নাচোলে ইউসিসিএ’র সভাপতি পদে ৮ম বারের মতো নির্বাচিত হলেন গোলাম মোস্তফা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে ৮ম বারের মতো নির্বাচিত হয়েছেন গোলাম মোস্তফা। তিনি ১৯৮৭ সালের ৩০ জুন সভাপতি পদে প্রথম নির্বাচিত হন।
গত সোমবার নাচোল ইউসিসিএ লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সমিতির মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। উপজেলার নিবন্ধিত ৬৬টি কৃষক সমবায় সমিতির মধ্যে ৪০টি সমিতির ৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে অষ্টম বারের মতো সভাপতি পদে গোলাম মোস্তফা চেয়ার প্রতীক নিয়ে ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল হোসেন আম প্রতীক নিয়ে পেয়েছেন ১ ভোট।
কমিটির অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সহসভাপতি পদে পলাশ, পরিচালক পদে আখতারুজ্জামান, আব্দুল কাদের, ময়েজ আলী, আব্দুস সাত্তার, নিরঞ্জন মাহাতো ও নুরুল ইসলাম।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও ইউসিসিএ লিমিটেডের সচিব হারুন অর রশিদ বলেন, ৩ বছর মেয়াদি এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন- সমিতির সদস্য ও বান্দ্রা সমবায় সমিতি লিমিটেডের ম্যানেজার শাহিন আলম, ঘিওন কৃষক সমবায় সমিতি লিমিটেডের সদস্য আব্দুল করিম, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক শফিকুল আলম।

About The Author

শেয়ার করুন