নাচোলে আশ্রয়ণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে জেলা প্রশাসক গালিভ খাঁন

34

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল সদর ইউনিয়ন ও কসবা ইউনিয়নের আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ পর্যায়ের ৮০টি বাড়ি নির্মাণ করা হচ্ছে। শনিবার বিকেলে নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন এবং কাজের মান পর্যবেক্ষণ করেছেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
এসময় উপস্থিত ছিলেনÑ স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমান; নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন; নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু; উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস; উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ; নাচোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম ও কসবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম জাকারিয়া মেহরাব।
জেলা প্রশাসক নাচোল ইউনিয়নের গোপালপুরে পাখির অভয়ারণ্য ও আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন বাড়ি পরিদর্শন শেষে কসবা ইউনিয়নের কলিহার গ্রামের হাতিডোবা আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন বাড়ি পরিদর্শন করেন এবং সুবিধাভোগীদের সাথে কথা বলেন।
জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ের ৮০টি বাড়ি নাচোল উপজেলায় নির্মাণের অগ্রগতি এবং এ প্রকল্পটি সুন্দরভাবে বাস্তবায়নের জন্য আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। এতে যাদের ঘরবাড়ি নেই, তারা এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন। কাজের মান নিয়ে কোনো অভিযোগ ওঠেনি। পর্যায়ক্রমে আশ্রয়ণ প্রকল্পের সমস্ত ঘর পরিদর্শন করছি।
সবাইকে নিয়ে ভালোভাবে আমরা কাজ করব। ভূমিহীন ও গৃহীন পরিবারের জন্য নির্মিত ও নির্মাণাধীন গৃহসমূহের গুণগত মান ঠিক আছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারির মধ্যে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসাররা, উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় সাধন করে গৃহ নির্মাণ কার্যক্রমকে বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছেন।
শেষে পরিষদ চত্বরে প্রধানমন্ত্রী থেকে পাওয়া শীতবস্ত্র কম্বল অসহায় দুস্থ শীতার্ত আদিবাসীদের মধ্যে বিতরণ করেন জেলা প্রশাসক।