Last Updated on সেপ্টেম্বর ২৮, ২০২৪ by
নাচোলে আমিন সমিতির মতবিনিময় সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় নাচোল আমিন (সার্ভেয়ার) সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় নাচোল সাব-রেজিস্ট্রার অফিস চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমিতির উন্নয়ন লক্ষে সদস্যদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা করা হয়।
এ সময় সমিতিকে শক্তিশালী গড়ে তোলার লক্ষে উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে পরামর্শমূলক বক্তব্য দেনÑ সেক্রেটারি সাইফুল ইসলাম, সহসভাপতি জিয়াউর রহমান, সহ-সেক্রেটারি আব্দুল জব্বার, অর্থ সম্পাদক মোকবুল হোসেন।
মতবিনিময় সভায় সদস্যরা জানান, ২০২৩ সালে সমিতির কার্যক্রম শুরু হলেও উন্নয়নের ছোঁয়া তেমন লাগেনি। আগামীতে উন্নয়নের ধারা বেগবান করে একটি শক্তিশালী নাচোল আমিন সমিতি গড়ে তুলতে জোর দাবি জানান তারা।