নাচোলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। উপজেলার নেজামপুর ইউনিয়নের ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার ‘আদিবাসীদের অস্তিত্ব সংরক্ষণ ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে অধিকতর সামিল করুন’ এ প্রতিপাদ্যে উপজেলার নেজামপুর ইউনিয়নের ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের সম্মিলিত আদিবাসী সমাজের ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেলা ১১টায় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আমনুরা-নাচোল সড়ক ঘুরে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
জাতীয় আদিবাসী পরিষদ, জেলা শাখার সাধারণ সম্পাদক টুনু পাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিংগু মুরমু, ক্ষুদ্র জাতিসত্তার উন্নয়ন সংগঠন লাহান্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বঙ্গপাল সরদার, গোমস্তাপুর উপজেলার উরাঁও আদিবাসীদের দিঘরী পরিষদের রাজা জহরলাল এক্কা, কলেজ শিক্ষক গোবিন্দ চন্দ্র বর্মন, নাচোল পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ধীরেন চন্দ্র বর্মণ, নিয়ামতপুর উপজেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক অজিত মুন্ডা, আইচন পাহান, সাংবাদিক আনোয়ার হোসেনসহ অন্যরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক নকুল পাহান।
বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নিজের অস্তিত্ব, সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সম্পদ ও নাগরিক মর্যাদার অধিকার প্রতিষ্ঠার জন্য আদিবাসীরা যখন আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করছে, তখন বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে আদিবাসীরা ভয়ে রয়েছে।
তারা আরো বলেন, আমাদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধ না হওয়া পর্যন্ত রাস্তা, মাঠে ঘাটে আন্দোলন চালিয়ে যাবে। নিজেদের অধিকার নিজেদের আদায় করতে হবে।