চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি, ১ কেজি ১২০ গ্রাম গানপাউডারসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। গ্রেপ্তার হওয়া যুবক নওগাঁ জেলার মান্দা থানার কুসুম্বা বিলকরিল্লা শিলালপাড়ার আফছার শিলালের ছেলে মো. ইব্রাহিম শিলাল (৩০)।
গত বুধবার রাত ৯টায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাচোল ইউনিয়নের হাঁকরইল গ্রামে নাচোল-রাজবাড়ী রাস্তার ওপর এই অভিযান চালানো হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এসব তথ্য জানিয়েছে।
র্যাব আরো জানায়, র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলমের নেতৃত্বে এ অভিযান চালায়। চাঁপাইনবাবগঞ্জ থেকে অবৈধ অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে একটি ভ্যানে চালক হিসেবে বহন করে নিয়ে যাচ্ছেÑ এমন গোপন খবর পেয়ে র্যাব ক্যাম্পের অপারেশন দল অভিযান চালিয়ে অস্ত্র এবং গানপাউডারসহ তাকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে নাচোল থানায় মামলা দায়ের করা হয়েছে।