Last Updated on জুন ১৭, ২০২৫ by
নাচোলে আগুনে পুড়ে মরেছে ৫ গবাদিপশু : দিশেহারা কৃষক
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার ৭নং ওয়ার্ডের পুকুরপাড়া মহল্লায় আকস্মিক অগ্নিকাণ্ডে ২টি গরু, ৩টি ছাগল পুড়ে মারা গেছে। এছাড়াও ২০ মণ গম পুড়ে ছাই হয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক ওবায়দুর রহমান।
গত সোমবার দিবাগত গভীর রাতে এ ঘটনাটি ঘটেছে। মশা তাড়ানোর জন্য গোয়ালঘরে দেওয়া কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
কৃষক ওবায়দুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় টিনশেড গোয়ালঘরে ২টি গরু, ৩টি ছাগল ও মুরগি রেখে নিরাপদ স্থানে মশা তাড়ানোর কয়েল জ্বালিয়ে রেখে ঘুমিয়ে যাই। আজ মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরের দিকে গেলে গবাদিপশুগুলোকে মরে পড়ে থাকতে দেখতে পাই। গভীর রাতে এ দুর্ঘটনা ঘটায় আমরা কেউ টের পাইনি।
এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওবায়দুর রহমান।