চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে নেজামপুর বাসস্ট্যান্ড আদর্শ মার্কেটের সামনে স্থানীয় আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরতে এ বৈঠক আয়োজন করে।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস। আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরে মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস বলেন, উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। তিনি উপস্থিত সকলকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন নাচোল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম মোস্তফা. আওয়ামী লীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম, জেলা যুবলীগের সহসভাপতি সাইদুর রহমান বাদল, নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদ আহমেদ আল আনোয়ার জুয়েল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, নাচোল পৗর যুবলীগের সভাপতি সুলতান আলী। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহম্মেদ আনোয়ার আল শহীদ জুয়েল।
উঠান বৈঠক শেষে নেজামপুর রেল স্টেশনে কমিউটারসহ সব ট্রেন দাঁড় করানোর জন্য সংসদ সদস্যের কাছে দাবি তুলে ধরেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।