চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আত্ম-কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের আওতায় দুই বছর মেয়াদী ৮ শতাংশ সেবা মূল্যে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে ঋণ প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১০টায় নাচোল উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের জন্য আত্ম-কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের আওতায় আবেদনকৃত চারজন অস্বচ্ছল মুক্তিযোদ্ধার মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ঋণ সহায়তার চেক প্রদান করা হয়। চেক প্রদান করেন প্রকল্পের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা। তিনি মুক্তিযোদ্ধা এনামুল হকের হাতে চেক তুলে দিয়ে প্রকল্পের উদ্বোধন করেন।
এ-সময় উপস্থিত ছিলেন প্রকল্পের সদস্য সচিব ও নাচোল উপজেলা পল্লী উন্নযন কর্মকর্তা হারুন-অর-রশিদ। পল্লী উন্নয়ন কর্মকর্তা জানান, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, নাচোল উপজেলায় বাস্তবায়নাধীন ২০২০/২০২১ অর্থবছরের বরাদ্দকৃত প্রকল্পের আওতায় অসচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে সরকার এই ঋণ প্রদানের ব্যবস্থা করে।