নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের পানিতে ডুবে মোসা. আঁখি খাতুন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি নেজামপুর রেলপাড়ার মো. লিটন আলীর মেয়ে।
শিশু আঁখির পিতা মো. লিটন আলী ও নেজামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল হক জানান, প্রতিদিনের মতো আজ মঙ্গলবার (৯ জুন) সকাল ৯টার দিকে বাড়ির সামনে বসে একা খেলছিল শিশু আঁখি। এক পর্যায়ে সেখানে পানির ট্যাপের পাশে গর্তে জমে থাকা পানিতে পড়ে মারা যায়। পরে জানতে পেরে তার মৃত দেহ উদ্ধার করা হয়।