বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ৩, ২০২৪ by

নাচোলের কাদের চেয়ারম্যান ও রয়েল বিশ্বাস কারাগারে

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাসকে চাঁদাবাজির মামলায় জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
রবিবার সকালে ওই মামলায় নাচোল আমলী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে তারা। আদালতের বিচারক মোসা. ইসিতা শবনম জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৪ মে বেলা ১১টার দিকে ফতেপুর ইউনিয়নের মাড়কৈল গ্রামে আব্দুল কুদ্দুসের আমবাগানে বাদী এস্তাব আলীর নিকট আব্দুল কাদের চাঁদা দাবি করেন। বাদী চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে আব্দুল কাদেরের হুকুমে অন্য আসামিরা বাগানে অনধিকার প্রবেশ করে বাদীকে হত্যার উদ্দেশ্যে জখম এবং আমবাগানের ক্ষতি সাধন করে।
এ ঘটনায় ২০ অক্টোবর এস্তাব আলী বাদী হয়ে আব্দুল কাদেরকে ১নং আসামি করে ২৬ জনের নাম উল্লেখ করে নাচোল থানায় মামলা দায়ের করেন।
চাঁপাইনবাবগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আদালতের নির্দেশে আব্দুল কাদের ও রয়েল বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে।

About The Author

শেয়ার করুন