মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ৩০, ২০২৪ by

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বিস্ফোরণে ১৮ জন নিহত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলয়ীল বর্নো রাজ্যে ধারাবাহিক বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছে। আহত কমপক্ষে ৩০ জন। শনিবার গোওজা শহরের একটি বিয়ের অনুষ্ঠান, অন্ত্যেষ্টিক্রিয়া এবং হাসপাতালে হামলা চালায় সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থা ১৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এদের মধ্যে শিশু, প্রাপ্তবয়স্ক এবং গর্ভবতী মহিলাও রয়েছে। তবে বেশ কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যম বিশেষ করে ভ্যানগার্ড ও দিস ডে জানিয়েছে, বিস্ফোরণে ৩০ জন নিহত হয়েছে। ঘটনার পর শহরে কারফিউ জারি করেছে সেনাবাহিনী। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে ২০১৪ সালে শহরটির দখল নিয়েছিল জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। ২০১৫ সালে অবশ্য নাইজেরিয়ান বাহিনী শহরটি জঙ্গিমুক্ত করেছিল। তবে তারপর থেকেই শহরের আশপাশে আক্রমণ ও অপহরণ চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি। ২০১৪ সালে রাজ্যের চিবোক শহর থেকে ২৭০ জনের বেশি স্কুলছাত্রীকে অপহরণের পর, আন্তর্জাতিকভাবে চিহ্নিত হয় বোকো হারাম।

About The Author

শেয়ার করুন