শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জানুয়ারি ২১, ২০২৫ by

নয়াগোলা মহানন্দা সেচ প্রকল্পের কার্যক্রম অচিরেই শুরু হচ্ছে

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা মহানন্দা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের কার্যক্রম অচিরেই শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার সকাল ৯টায় সমিতি প্রাঙ্গণে আয়োজিত বিশেষ সাধারণ সভায় এই তথ্য জানানো হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মো. হারুনুর রশীদ।
সমিহির অ্যাডহক কমিটির আহ্বায়ক মো. ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেনÑ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী মো. আজহারুল ইসলামসহ অ্যাডহক কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমানবর্গ। সভায় সমিতির সাধারণ সদস্যরা অংশগ্রহণ করেন।
বৃহত্তর বরেন্দ্র অঞ্চলে সেচ প্রকল্পগুলোর মাধ্যমে কৃষি বিপ্লবের প্রত্যশা করেন সাবেক এমপি হারুনুর রশীদ।

About The Author

শেয়ার করুন