পুনর্মিলনী, র্যালী, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার নবাবগঞ্জ সরকারি কলেজে বিএনসিসির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কলেজের পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ইব্রাহীম হোসেন। কলেজের ইসলামীক স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক প্রফেসর আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বেকার নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব মাহবুব আলম, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও নবাবগঞ্জ সরকারী কলেজ বিএনসিসির প্লাটুন কমান্ডার এনামুল হক, এবং নবাবগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন টি ইউ ও শেহনাজ বেগম। পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিরা। এরপর মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুনর্মিলনী অনুষ্ঠানে নবাবগঞ্জ সরকারী কলেজর ৪৩ জন ছাড়াও রাজশাহী কলেজের ৩ জন, কানসাট কলেজের ৩০ জন, রহনপুর কলেজের ১০ জন এবং আদিনা কলেজের ৬ জন বর্তমান ও প্রাপ্তন ক্যাডেট অংশগ্রহন করেন।