বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০১৭ এর আওতায় নবাবগঞ্জ সরকারি কলেজে চলচ্চিত্র প্রর্দশনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ও ঋত্বিক ঘটক পরিচালিত “তিতাস একটি নদীর নাম” ছবিটি প্রদর্শন করে জেলা শিল্পকলা একাডেমী। এসময় উপস্থিত ছিলেন, শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, নবাবগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর দাউদ হোসেন, রাষ্ঠ্রবিজ্ঞান বিভাগের প্রধান ফাতেমা খাতুনসহ অন্যান্যরা। উল্লেখ্য, দেশের ৬৪টি জেলায় একযোগে ১৬ দিনব্যাপি এ উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ। এরই অংশ হিসেবে আজ কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১১টায় জহির রায়হানের “হাজার বছর ধরে” চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।