নবাবগঞ্জ সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন প্রফেসর এ.কে.এম মনজুর রেজা। বৃহস্পতিবার তিনি নতুন এ কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন। প্রথম দিন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন। এছাড়াও বাঁধন নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ও কলেজ ছাত্রাবাসের পক্ষ থেকে ফুল স্বাগত জানানো হয় নতুন অধ্যক্ষকে।
দায়িত্ব গ্রহণের পর দুপুর সাড়ে ১২ টার দিকে কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন প্রফেসর এ.কে.এম মনজুর রেজা। নতুন কর্মস্থল সম্পর্কে গৌড় বাংলাকে প্রফেসর এ.কে.এম মনজুর রেজা বলেন, কলেজে শিক্ষকতা শরু করার পর সবারই আশা থাকে একদিন প্রিন্সিপাল হওয়ার। আমার আশা পূর্ণ হলো, একটা সুখকর অনুভূতি। প্রথম দিন কলেজের পরিবেশ দেখে নিজে মুগ্ধতার কথাও জানান তিনি গৌড় বাংলাকে।
উল্লেখ্য, নবাবগঞ্জ সরকারি কলেজে যোগদানের আগে এ.কে.এম মনজুর রেজা ফরিদপুর জেলার সরকারি রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৫ সালে সপ্তম বিসিএস শিক্ষা ক্যাডার হিসাবে যোগ দেন।
প্রসঙ্গত. প্রফেসর সুলতানা রাজিয়া অবসরে যাওয়ায়, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ পদটি শূন্য হয়।