চাঁপাইনবাবগঞ্জে সোমবার নবাবগঞ্জ সরকারি কলেজের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অুনষ্ঠিত হয়েছে। কলেজের শহিদ মনিমুল হক ভবনে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য জাতীয় সংসদে সংরক্ষিত আসন ৩৩৮, চাঁপাইনবাবগঞ্জ’র সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসী। সংক্ষিপ্ত আলোচনায় নবাবগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নকালীন স্মৃতিচারণ করেন তিনি। এসময় তিনি বলেন-এই কলেজের সঙ্গে আমার শিক্ষা জীবনের অনেক স্মৃতি জাড়িয়ে আছে। আমি প্রত্যাশা করি আগামী দিনে যেন শিক্ষার্থীরা ভালো ফলাফল করে।
কলেজটির অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আয়েজ উদ্দিন, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসার দুরুল হোদা, সাবেক উপাধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, বিশিষ্ট কৃষি গবেষক ড. সাইফুল ইসলামসহ অতিথি ও শিক্ষকম-লি। রমজান মাস সম্পর্কে আলোচনা করেন, নবাবগঞ্জ সরকারি কলেজের আরবি ও ইসলাম শিক্ষা বিভাগের প্রফেসর মিঞা মো. নূরুল হক। অনুষ্ঠানে শিক্ষক, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পরে দেশের কল্যাণ কামনা করে দোয়া দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন নবাবগঞ্জ সরকারি কলেজ মসজিদের ইমাম হাফেজ শাহ মো. ওলিউল্লাহ।