নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

49

চাঁপাইনবাবগঞ্জে পৌর পরিষদ ও ভোলাহাটে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। প্রতিনিধিদের পাঠানো সংবাদ :
নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পৌর পরিষদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ পৌর পরিষদের কাছ থেকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা সম্পর্র্কে বিভিন্ন তথ্য ও সেবা সম্পর্কে খোঁজখবর নেন এবং পৌরসভাকে একটি পরিচ্ছন্ন পৌরসভা হিসেবে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলামসহ পৌর পরিষদের সব কাউন্সিলর উপস্থিত ছিলেন।
ভোলাহাট প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ ভোলাহাটের বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। গতকাল সোমবার বিকেলে ভোলাহাট উপজেলা পরিষদ মিলনায়াতনে এ সভা অনুষ্ঠিত হয়।
ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে নবাগত জেলা প্রশাসককে অবহিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আশরাফুল হক চুনু ও সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুল খালেক, জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান ও সদস্য হোসনে আরা পাখি। সভা সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার।
শুরুতে নবাগত জেলা প্রশাসককে উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে ফুল দিয়ে বরণ করে ভোলাহাট উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠন, জেলা পরিষদ, প্রতিবন্ধী বিদ্যালয় এবং নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়।