চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনের উপনির্বাচনে নবনির্বাচিত মু. জিয়াউর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন তাকে শুভেচ্ছা জানান। এছাড়াও গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়।
দুপুরে মু. জিয়াউর রহমান জেলা পরিষদে এলে বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. রুহুল আমিন নবনির্বাচিত সংসদকে অভ্যর্থনা জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে আরো উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. সোনারদী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, সদর উপজেলা যুবলীগের সভাপতি আসাফুদ্দৌলা, সিনিয়র সহসভাপতি শাহনেওয়াজ দুলালসহ অন্যরা।
এসময় নবনির্বাচিত সংসদ সদস্য জিয়াউর রহমান তাকে নির্বাচিত করতে সার্বিকভাবে সহযোগিতা করায় জেলা পরিষদ চেয়ারম্যানসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আগামীতেও সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন।
অন্যদিকে নবনির্বাচিত সংসদ সদস্য মু. জিয়াউর রহমানকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রেস ক্লাব। রবিবার রাতে বেগম কাচারিস্থ ওই সংসদ সদস্যের কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেনÑ আতিকুল ইসলাম আজম, আসাদুল্লাহ আহমদ, শফিকুল ইসলাম, আল-মামুন বিশ্বাস, ইয়াহিয়া খান রুবেল, দেলোয়ার হোসেন রনি, নুরুজ্জামান, শহীদুল ইসলাম, ইমরান আলী, এমরান আলী বাবু, আজিজুল হক, শাহরিয়ার শাহাদাৎ, জাকির হোসেন সনি।
ফুলেল শুভেচ্ছা দেওয়ার সময় নবনির্বাচিত সংসদ সদস্য জিয়াউর রহমান সাংবাদিকদের পাশে থাকবেন বলে জানান।