নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছ প্রবীণ হিতৈষী সংঘের

85

নবনির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, চাঁপাইনবাবগঞ্জ শাখা। শনিবার জেলা শহরের শহীদ সাটু হল মার্কেটের ৩য় তলায় সংগঠনটির কার্যালয়ে নেতৃবৃন্দ এই শুভেচ্ছা জানান।
সংগঠনটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারা এই ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রবীণদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলার প্রবীণদের কল্যাণে কাজ করে যাওয়ার কথা ব্যক্ত করেন। তিনি জেলা পরিষদকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংগঠনের সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, প্রবীণ হিতৈষী সংঘ জেলা শাখার সহসভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মো. লিয়াকত হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আফসার আলী, সদস্য মো. রুহুল আমিন, মো. আবুল কাসেম, প্রফেসর মো. মুনিরুল ইসলাম, মো. শাহজামাল ও সদস্য মো. আলহাজ্ব নজরুল ইসলাম।