মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ১৩, ২০২৪ by

নতুন সিনেমায় সুনেরাহ

বেশ কিছুদিন নতুন কোনো সিনেমার খবরে ছিলেন না সুনেরাহ বিনতে কামাল। তাই নাটকে অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে ব্যস্ত রেখেছিলেন এই অভিনেত্রী। সুযোগ পেলেই মিউজিক ভিডিওর মডেলও হয়েছেন। সম্প্রতি নতুন একটি সিনেমায় যুক্ত হওয়ার খবর প্রকাশ্যে আসলো। ‘দাগি’ নামের একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী। এদিকে সম্প্রতি সুনেরাহ আলোচনায় এসেছেন একটি মিউজিক ভিডিওতে অভিনয় করে। কিছুদিন আগেই ইউটিউবকেন্দ্রিক অভিনেতা আরশ খানের সঙ্গে জুটি বেধে কাজ করেছেন একটি নাটকে। এবার তার সঙ্গেই মিউজিক ভিডিওতে কাজ করলেন। ইতোমধ্যেই ‘আয় গোছাই’ শিরোনামে রোমান্টিক ঘরানার এ গানের ভিডিও শুটিং সম্পন্ন হয়েছে। এ গানে কণ্ঠ দিয়েছেন আবদুল কাইয়ূম। মিউজিক ভিডিও তৈরি করেছেন চন্দন রয় চৌধুরী। এ প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘এ গানটির গল্প আলাদা। কক্সবাজারে শুটিং হয়েছে। পরিচালক ও টিম ছিল গোছানো। সিনেমার মতোই আমরা সময় নিয়ে গানটির শুটিং করেছি। অভিনয়ের জায়গা ছিল। বাজেটে কোনো ছাড় দেওয়া হয়নি। এসব কারণে মনে হয়েছে, কাজটির সঙ্গে আমার থাকা উচিত।’ শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে গানটি।

About The Author

শেয়ার করুন