বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ২৯, ২০২৫ by

নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি


নিউইয়র্ক সিটির ‘জ্যাজ অ্যাট লিঙ্কন সেন্টার’-এ গত রোববার অনুষ্ঠিত হলো অ্যানাদার সিম্পল ফেভার ছবির প্রিমিয়ার। ২০১৮ সালের জনপ্রিয় সিনেমা অ্যা সিম্পল ফেভারের সিক্যুয়েল উপলক্ষে আয়োজিত এ জমকালো অনুষ্ঠানে আলো ছড়ালেন অভিনেত্রী ব্লেক লাইভলি। সে সময় তার সঙ্গে ছিলেন অভিনেত্রীর স্বামী রায়ান রেনল্ডস, ছবির পরিচালক পল ফিগ ও সহ-অভিনেত্রী আনা কেনড্রিক। প্রিমিয়ারে লাইভলি হাজির হন হালকা মিষ্টি রঙের একটি ড্রেপড গাউনে, যার বডিজুড়ে ছিল জটিল জ্যামিতিক কাট-আউটের নকশা। বড় কানের দুল ও রঙিন আংটি-ব্রেসলেটের সমন্বয়ে তিনি তার সাজ সম্পূর্ণ করেন। খোলা চুলে এবং উজ্জ্বল উপস্থিতিতে তিনি ছিলেন দারুণ আকর্ষণীয়। পিপল ম্যাগাজিনের সূত্রে জানা যায়, লাইভলির সৌন্দর্য আর স্টাইলের মিশ্রণ অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে। সে সময় লাইভলির পাশে ছিলেন তার স্বামী, অভিনেতা রায়ান রেনল্ডস, যিনি পরেছিলেন ধূসর প্ল্যাড স্যুট। এই দম্পতিকে একসঙ্গে ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিতে দেখা যায়। অনুষ্ঠানের পরদিন পিপল ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে রেনল্ডস লাইভলির প্রতি তার গভীর মুগ্ধতার কথা তুলে ধরে বলেন, ‘আমি আমার স্ত্রীর প্রতি নানা দিক থেকেই অবাক হয়ে যাই।’ মজা করে তিনি আরও যোগ করেন, ‘লাইভলির কাজের শক্তির রহস্য হলো কফি, যা আমার কাছে এক বিস্ময়ের বিষয়, কারণ আমি নিজে এমন চাপ সামলাতে পারি না।’ এদিকে সিনেমাটির প্রিমিয়ারটি আসে লাইভলির জন্য এক কঠিন সময়ে। কারণ ২০২৪ সালের ডিসেম্বরে, তিনি ‘ইট এন্ডস উইথ আস’ ছবির পরিচালক ও সহ-অভিনেতা জাস্টিন বালডোনির বিরুদ্ধে যৌন হয়রানি এবং প্রতিশোধমূলক স্মিয়ার প্রচারণার অভিযোগে মামলা করেন এবং বালডোনির প্রযোজনা সংস্থা ‘ওয়ে ফেরার স্টুডিওস’ও এ মামলায় যুক্ত রয়েছে। পাল্টা পদক্ষেপ হিসেবে, বালডোনি লাইভলি, রেনল্ডস এবং তাদের জনসংযোগ প্রতিনিধি লেসলি স্লোনের বিরুদ্ধে ৪০০ মিলিয়ন ডলারের মানহানি এবং অসৎ চাপ প্রয়োগের অভিযোগে মামলা করেন। মামলার শুনানি নির্ধারিত হয়েছে ২০২৬ সালের মার্চে। এ ছাড়া সম্প্রতি ব্লেক লাইভলি টাইম ম্যাগাজিনের ‘২০২৫ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তি’র তালিকায় স্থান করে নিয়েছেন। ২৪ এপ্রিল টাইম হান্ড্রেড গালাতে তিনি সংক্ষিপ্ত এবং অনুপ্রেরণাদায়ক একটি বক্তৃতা দেন। এ সময় সরাসরি আইনি লড়াইয়ের প্রসঙ্গ এড়িয়ে লাইভলি বলেন, ‘গত দুই বছরে আমার জীবনে যা ঘটেছে, তা নিয়ে বলার অনেক কিছু আছে, তবে আজকের রাত তার জন্য নয়।’ তিনি আরও যোগ করেন, ‘আমি আজ যে নারী, যার একটি কণ্ঠ আছে, তা সম্ভব হয়েছে সেসব নারীর সংগ্রাম আর যন্ত্রণার কারণে, যারা আমাদের জন্য পথ তৈরি করেছিলেন এবং সেসব পুরুষের কারণে, যারা তাদের পাশে দাঁড়িয়েছিলেন।’

About The Author

শেয়ার করুন