Last Updated on জুন ১, ২০২৫ by
নতুন ভোটারের তথ্য আপলোডিং সমস্যা মাঠপর্যায়েই সমাধানের নির্দেশ
যেসব নতুন ভোটারের স্ট্যাটাসে ‘আপলোডিং’ রয়েছে, তাদের সমস্যা মাঠপর্যায়েই সমাধান করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ আরিফুল ইসলামের নির্দেশনাটি এরই মধ্যে সব উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছ, উপজেলা/থানা নির্বাচন অফিসারের ইউজার আইডি দিয়ে সিএমএস (কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমে) এ লগইন করে অনলাইন আবেদনে যেতে হবে। তারপর প্রভিশনাল ভোটারে ক্লিক করে যেসব নতুন ভোটার/বায়ো-আপডেট ডাটার স্ট্যাটাস আপলোডিং পাওয়া যাচ্ছে, সেসব ভোটারদের ডাটা পুনরায় বায়োমেট্রিক ক্যাপচার করে উপজেলা/থানা নির্বাচন অফিস হতে আপলোড করতে হবে। এক্ষেত্রে ব্যাকআপে সংরক্ষিত ডাটা থেকে ব্যবহার করে স্ট্যাটাস পরিবর্তন করে নিতে হবে যে, প্রয়োজনীয় ম্যানডেটরি ডকুমেন্ট / বায়োমেট্রিক (যেমন ফরম ২ এর দুই পৃষ্ঠা, ছবি, স্বাক্ষর ইত্যাদি) সংযুক্ত হয়েছে কিনা, করা না হয়ে থাকলে ডকুমেন্টগুলো অ্যাটাচ করে এরপর আপলোড করতে হবে। যদি ব্যাকআপে ডাটা না থাকে তাহলে প্রয়োজনে নতুনভাবে ফরম-২ পূরণ করে ভোটারের বায়োমেট্রিক নিয়ে আপলোড করতে হবে। আগের ফরম বাতিল হবে।
নির্দেশনায় আরো বলা হয়েছে, এছাড়াও যাদের ফিংগার নেই/ফিংগার প্রিন্ট নেই তাদের ক্ষেত্রে নো ফিঙ্গার প্রিন্ট / নো ফিঙ্গার করে ডাটা সেভ করে আপলোড করতে হবে। নয়তো এসব ডাটা আপলোডিং স্ট্যাটাসে যাবে, কোনো দিন সমাধান হবে না। যেসব নতুন ভোটার/বায়ো-আপডেট ডাটার স্ট্যাটাস আপলোডিং দেখাচ্ছে, সেসব ডাটার সমস্যা উপজেলা/থানা নির্বাচন অফিস থেকেই করতে হবে। এনআইডি উইং থেকে সমাধানের কোনো সুযোগ নেই। এ বিষয়ে কোনো পত্র জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে না পাঠিয়ে উপজেলা/থানা নির্বাচন অফিস থেকেই সমাধান রেজিস্ট্রেশন অফিসারকেই করতে হবে।
চলমান ভোটার হালনাগাদে ৬০ লাখের মতো নতুন ভোটারের তথ্য নেয়া হয়েছে।