নতুন বিশ্বরেকর্ড গড়লেন সাকিবের
রাওয়ালপিন্ডি টেস্টে ইতিহাস গড়ে জয় পেলো বাংলাদেশ। পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে জয় ছিনিয়ে নিলো টাইগাররা। সাকিব-মুশফিক-মিরাজদের নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে এ জয় পেলে টাইগাররা। এর মধ্যে তিন উইকেট শিকার করে নতুন বিশ্বরেকর্ড গড়েলেন সাকিব। মাঠের বাইরে সাকিবের সময়টা ভালো যাচ্ছে না। গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে গত বৃহস্পতিবার ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এরপরই বিশ্ব গণমাধ্যমের আলোচনায় দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। এরইমধ্যে তাকে দল থেকে অপসারণের জন্য বিসিবিকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। এসবের মাঝেই জ¦লে উঠলেন সাকিব। প্রথম সেশনে দুই উইকেট শিকার করে ছাড়িয়ে গেছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরিকে। আন্তর্জাতিক ক্রিকেটে বাঁহাতি স্পিনার হিসেবে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড এখন সাকিবের। আব্দুল্লাহ শফিকের উইকেট নিয়ে ভেট্টরিকে ছাড়িয়ে যান সাকিব। পরবর্তীতে নাসিম শাহকে ফিরিয়ে পেয়েছেন আরো একটি উইকেট। সিরিজের প্রথম টেস্ট সাকিব শুরু করেছিলেন ৭০৩ উইকেট নিয়ে। ২৩৭ টেস্ট, ৩১৭ ওয়ানডে আর ১৪৯টি টি-টোয়েন্টি উইকেট ছিল তার নামের পাশে। প্রথম ইনিংসে এক উইকেটের পর এই ইনিংস দিয়ে ভেট্টরির রেকর্ড ভেঙে বিশ্বরেকর্ড গড়লেন সাকিব। এই মুহূর্তে তার আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট সংখ্যা ৭০৭টি। সব ধরনের বোলার বিবেচনায় সাকিবের অবস্থান চার নম্বরে। ডানহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে আছেন ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসন। তার উইকেট ৯৯১টি। বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট ওয়াসিম আকরামের। পাকিস্তানি কিংবদন্তী তারকার উইকেট ৯১৬টি। ডানহাতি স্পিনারদের মাঝে সর্বোচ্চ উইকেট লঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরনের। ১ হাজার ৩৪৭ উইকেট নিয়ে বাকি তিনজনের ধরাছোয়ার বাইরে মুরালিধরন।