বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ১৫, ২০২৪ by

নতুন বছরের ভাবনা জানালেন মাহি

ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী সামিরা খান মাহি। মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখার পর একাধিক নাটকে অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অল্প সময়ের ক্যারিয়ারে ভালোই চমক দেখিয়েছেন তিনি। সম্প্রতি দেশের এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জীবনের নানা বিষয় নিয়ে। শীত মৌসুমের প্রতি ভালোলাগা কিংবা নতুন বছরের কাজ, অভিনেত্রী জানালেন নিজের পরিকল্পনা। দেশে ইতোমধ্যে শীত পড়ে গেছে। শীতের মৌসুম পছন্দ করেন জানিয়ে মাহি বলেন, ‘আসলে শীতটা তো অনেক দ্রুত এসে চলে যায়। ঢাকাতে ওভাবে শীত তো তেমন পড়েই না, গরম অনেক বেশি পড়ে। শীত এলে আমরা এনজয়ই করি। কারণ অধিকাংশ সময় আমাদের রোদের মধ্যেই কাজ করতে হয় এবং মেকআপ নষ্ট হয়ে যায়। শীতের দিনে একটা দিক ভালো যে, মেকআপ নষ্ট হয় না। সেজন্য ভালো লাগে শুটিং করতে। আর কেন জানি না আমি এমনিতেই শীত পছন্দ করি।’ শীতে শৈশবের স্মৃতিচারণ করে অভিনেত্রী বলেন, ‘ছোটবেলায় যখন বাবা-মায়ের সঙ্গে গ্রামে যেতাম তখন কুয়াশা, গ্রামের বাড়িতে খেজুরের রস এ ব্যাপারগুলো খুব কাছ থেকে দেখতাম। কিন্তু বড় হওয়ার পর ওভাবে আসলে যাওয়া হয় না। বিশেষ করে কাজের ব্যস্ততায় একদমই যাওয়া হয় না। সে জায়গা থেকে গ্রামের দিনগুলো মিস করি। সকাল বেলা ঘুম থেকে উঠে যতবার কুয়াশা দেখি, প্রতিবার মনে পড়ে আগে এরকম ভোর সকালে কুয়াশার মধ্যে বাবা গোসল করতে নিয়ে যেত।’ সাক্ষাৎকারে নিজের খাদ্যাভ্যাস নিয়েও কথা বলেন অভিনেত্রী। জানান, ‘খাবার-দাবারের ক্ষেত্রে আমি খুব আপসেট। যারা আমার সঙ্গে সেটে কাজ করে তারা জানে যে আমি সবসময় বাসা থেকে খাবার নিয়ে যাই। আমার মা আমাকে খাবার বানিয়ে দেয়। বাইরের খাবার আমার তেমন খাওয়া হয় না, মাঝেমধ্যে বা পরিবারের সঙ্গে ছাড়া। অধিকাংশ সময় আমি বাসার খাবারই খাই।’ নতুন বছরের ভাবনা নিয়ে অভিনেত্রী বলেন, ‘২০২৪ সালের শুরুর দিকে একটু আপসেট ছিলাম। কারণ আমার কাছে মনে হয়েছে ২০২৩ এ আমি তেমন ভালো পারফরমেন্স করিনি। জানি না দর্শকের জায়গা থেকে কীভাবে নিয়েছে। কিন্তু শেষদিকে তো ভালোই হলো। সেভি বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলাম। আশা করি ২০২৫ আরও ভালো হবে।’ সামিরা খান মাহির আসল নাম ফারজানা ইয়াসমিন কলি। তার জন্ম সিলেটে। এ মডেল ও অভিনেত্রী মিডিয়ায় কাজ শুরু করেন ২০১৪ সাল থেকে। এরপর এখন পর্যন্ত কাজ করেছেন বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে। নতুন বছরেও হাতে রয়েছে বেশ কিছু নাটক। এছাড়াও মানবিক ও সামাজিক বিভিন্ন কাজে বরাবরই এগিয়ে আসতে দেখা যায় অভিনেত্রীকে।

About The Author

শেয়ার করুন