শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on ডিসেম্বর ২৫, ২০২৪ by

নতুন বছরকে স্বাগত জানালেন পূর্ণিমা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। ক্যারিয়ারে দর্শকদের অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। দর্শকমহলেও দারুণ প্রশংসিত তিনি। তবে ক্যারিয়ার যখন তারকা খ্যাতির তুঙ্গে, ঠিক তখনই অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন এ নায়িকা। বর্তমানে নানা ধরনের ব্র্যান্ড প্রমোশনের কাজ নিয়েই ব্যস্ততা অভিনেত্রীর। বছরখানেক হলো নতুন করে সংসারী হয়েছেন তিনি। তার হাতে মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি সিনেমা। এদিকে নতুন বছর শেষ হতে আরো প্রায় সপ্তাহখানেকের বেশি সময় আছে। তার আগেই পুরনো বছরকে বিদায় জানালেন এই অভিনেত্রী। স্বাগত জানালেন নতুন বছরকে। গত সোমবার পূর্ণিমা ফেসবুকে পেজে তিনটি ছবি যুক্ত করে লেখেন, ‘প্রিয় অতীত, সব শিক্ষার জন্য ধন্যবাদ, প্রিয় ভবিষ্যৎ, আমি প্রস্তুত’। সঙ্গে ‘গুডবাই ২০২৪’ ও ‘গুডবাই ডিসেম্বর’ লিখে হ্যাশট্যাগ দেন। গত সোমবার দুপুরে দেওয়া অভিনেত্রীর পোস্টের নিচে অনেকেই মন্তব্য করেছেন। জানিয়েছেন নানা রকম শুভ কামনা। চার ঘণ্টায় সেই ছবিতে এসেছে দুই হাজারের বেশি মন্তব্য।

About The Author

শেয়ার করুন