Last Updated on সেপ্টেম্বর ৭, ২০২৪ by
নতুন প্রেমে মজেছেন অনন্যা
বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে অভিনেত্রী অনন্যা পা-ের। তবে বিচ্ছেদের পর বেশিদিন একা থাকতে হয়নি তাকে। নতুন সম্পর্কে জড়িয়েছেন অনন্যা। অভিনেত্রী নিজে না জানালেও নতুন প্রেমিক তার প্রেমের ইঙ্গিত দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে অনন্যার আলাপ হয় প্রাক্তন মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে। প্রেমের সম্পর্কে দুজনেই এতদিন নিরব ছিলেন। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রেমের সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন ওয়াকার। অনন্যা অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘কল মি বে’ ওটিটিতে মুক্তি পাওয়ার পর সেটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে এর ক্যাপশনে লেখেন, হেই বে। ওয়াকারের এমন পোস্টের পরই নেটদুনিয়ায় শুরু হয়েছে নেটিজেনদের নানা জল্পনা-কল্পনা। ভক্তরা বলছেন, নতুন পোস্টের মাধ্যমে ওয়াকার তার প্রেমের সম্পর্কে সিলমোহর দিয়েছেন। যদিও ওয়াকারের এমন পোস্টে এখনও কোনো মন্তব্য করেননি অনন্যা।