Last Updated on নভেম্বর ২০, ২০২৪ by
নতুন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলেন মিম
ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম। অভিনয়ের পাশাপাশি করর্পোরেট দুনিয়ায়ও বিচরণ রয়েছে তার। বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসাবে কাজ করছেন। এবার আরও একটি নতুন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলেন এ অভিনেত্রী। লাইফস্টাইল ব্র্যান্ডের এ প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। এ প্রসঙ্গে মিম বলেন, ‘ভালো সিনেমার মতো ভালো প্রতিষ্ঠানের সঙ্গে বরাবরই আমার যাত্রা। আমার প্রতি মানুষের ভালোবাসা ও বিশ্বাস জড়িয়ে রয়েছে। সব সময় চাই সেই বিশ্বাস ও ভালোবাসা যেন অটুট থাকে। আশা করি আগামীতে এ প্রতিষ্ঠানের সঙ্গে দারুণ সময় কাটবে।’ এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে বেশ বিব্রত মিম। প্রায় দুই মাস আগের পুরোনো এক ভিডিওতে তাকে অনেকটা আতঙ্কিত অবস্থায় দেখা যাচ্ছে। আর এ ভিডিও নিয়েই একটি মহল ফেসবুকে পোস্ট করে দাবি করছেন, পার্লার উদ্বোধন করতে গিয়ে উগ্রবাদীদের রোষানলে পড়েন মিম। তবে ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা বলে জানান এ অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দুই মাস আগে একটি জুয়েলারির শোরুম উদ্বোধন করতে গিয়েছিলাম। সেখানে হঠাৎ বিকট শব্দ হয়, সঙ্গে ধোঁয়া ছিল। মনে করেছিলাম হয়তো আগুন ধরেছে। মূলত সেটি ছিল একটি ক্যামেরা বিস্ফোরণের। কিন্তু ওই ঘটনা বিভিন্ন সময় যেভাবে কাটছাঁট করে সামনে আনা হচ্ছে, তা সত্যিই বিব্রত করছে আমায়। একশ্রেণির মানুষ সেই পুরোনো ভিডিওটির মাধ্যমে গুজব ছড়াচ্ছে।’