চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নতুন পরিষদ দায়িত্ব নেওয়ার পর গতকাল বুধবার পৌর পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় শহর সমন্বয় কমিটি, পানি বিষয়ক সমন্বয় কমিটি ও ১৫টি স্থায়ী কমিটিকে ঢেলে সাজানো হয়েছে। পুরাতন কমিটি গুলো বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া অপচয় রোধে এলইডি সড়ক বাতি ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ড্রেন গুলো দ্রুত সময়ের মধ্যে পরিস্কার করা এবং যেসব স্থানে ডাস্টবিন নেই সেইসব স্থানে ডাস্টবিন নির্মাণ করার। দিনভর অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত মেয়র সাইদুর রহমান। উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র-২ মতিউর রহমান, প্যানেল মেয়র-৩ মুসলেমা বেগম, নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম, পৌর সচিব মামুন অর রশিদসহ অন্যান্য কাউন্সিলরগণ।
ভারপ্রাপ্ত মেয়র সাইদুর রহমান পৌরসভার উন্নয়নে আবারও সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, এই পৌরসভার অনেক সমস্যা রয়েছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি সমস্যা গুলো কাটিয়ে উঠে পৌরসভার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার। এসময় তিনি সংসদ সদস্য আব্দুল ওদুদের সহযোগিতার কথা উল্লেখ করেন। তিনি বলেন-পৌরসভার কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের জন্য পুরাতন কমিটি গুলোকে ঢেলে সাজানো হয়েছে। অল্পসময়ের মধ্যে পৌরবাসী সুখবর পাবেন বলে তিনি জানান।