সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ২৯, ২০২৪ by

নতুন নাটক নিয়ে পর্দায় আসলেন ফারিণ


বিয়ের পর খুব সুন্দরভাবেই সংসার ও চাকরিটা করছিলেন রাইসা। তবে সংসারে তার দুই জা মাঝে মধ্যে তাকে নিয়ে নানান ধরনের খারাপ মন্তব্য করে, খোঁচা দিয়ে কথা বলেন। কিন্তু সেসবকে রাইসা একদম পাত্তা দেন না। স্বামী রাকিবের কাছেও রাইসা স্ত্রী হিসেবে প্রিয়। কিন্তু বিপত্তি ঘটে রাইসার সাবেক প্রেমিককে কেন্দ্র করে। সে একদিন সোশ্যাল মিডিয়ায় রাইসার একটা ভিডিও প্রকাশ করে। আর নিমিষেই বদলে যায় রাইসার চারপাশ। স্বামী-সংসার বাবা-মা সবাইকে তার হারাতে হয়। সবাই তাকে ভুল বোঝে। রাইসা কোনোভাবেই কাউকে বোঝাতে পারে না এটি ভুয়া ভিডিও। তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। এমনি এক গল্পে নির্মিত হয়েছে নাটক ‘মুক্তি’। নাটকে রাইসা চরিত্রে অভিনয় করেছন তাসনিয়া ফারিণ। এতে তার বিপরীতে আছেন খায়রুল বাসার। বছরের শেষ সময়ে মুক্তি পেয়েছে তাসনিয়া ফারিণ অভিনীত নতুন নাটকটি। এটি দিয়ে বেশ প্রশংসা পাচ্ছেন তিনি। রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটির কমেন্ট বক্সে চোখ রাখলেই তার প্রমাণ মেলে। জামাল হোসেনর প্রযোজনায় এটির গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন।

About The Author

শেয়ার করুন