নতুন ছবির গানে কোনাল

129

03রাহুল রওশনের পরিচালনায় ‘অসমাপ্ত প্রেমের গল্প’ নামের একটি ছবির কাজ চলছে এখন। এ ছবিতে অভিনয় করছেন নিঝুম রুবিনা। নিঝুমের বিপরীতে ছবিটিতে অভিনয় করার কথা রয়েছে টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের। এরইমধ্যে এ ছবির শুটিং শুরু হয়েছে। এদিকে নতুন খবর হলো, এ ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন সেরাকণ্ঠখ্যাত শিল্পী সোমনূর মনির কোনাল। ‘বাতাসের কানে কানে/ ফুলেদের ঘ্রাণে ঘ্রাণে/ চুপি চুপি ধরি কত বায়না বায়না’ শিরোনামের এ গানের সংগীতায়োজন করেছেন মহিদুল হাসান মুন। এ প্রসঙ্গে কোনাল বলেন, বেশ মিষ্টি একটি প্রেমের গান এটি। আমার গাইতে বেশ ভালো লেগেছে। চলচ্চিত্রের গান গাইতে এমনিতেই আমার বেশি ভালো লাগে। আমার বিশ্বাস এ গানটি শ্রোতারা পছন্দ করবেন। এদিকে এ গানটিতে ঠোঁট মেলাতে দেখা যাবে নিঝুম রুবিনাকে। এ গানের বাইরে কোনাল বর্তমানে ব্যস্ত রয়েছেন একাধিক গানের কাজ নিয়ে। এর মধ্যে গত কয়েকমাসে বেশ কয়েকটি ছবির গানে কণ্ঠ দিয়েছেন তিনি। পাশাপাশি নতুন অ্যালবামের কাজও এগিয়ে নিচ্ছেন।