মডেল-অভিনেত্রী পুনম হাসান জুঁই এই সময়ে এসে নতুন চারটি ধারাবাহিক নাটকে কাজ করছেন। নাটকগুলো হচ্ছে সুমন আনোয়ারের ‘গ্ল্যামার ওয়ার্ল্ড’ ও ‘স্বর্ণলতা’, অনিমেষ আইচের ‘বুবনের সাত সতেরো’ এবং আলভী আহমেদের ‘নষ্ট নীড়’। জুঁই বলেন, আমি কৃতজ্ঞ আমার প্রত্যেক নাটকের নির্মাতার প্রতি যারা আমাকে নিয়ে কাজ করেছেন। কারণ তাদের আগ্রহ এবং সহযোগিতার কারণেই আমি আজকের জুঁই। প্রতি মুহূর্তে বাবাকে মিস করি আমি। কারণ, আমার শরীরে বাবারই রক্ত। বাবার অনুপ্রেরণাতেই আমি আজ একজন অভিনেত্রী। আমি প্রতিনিয়ত ভালো অভিনয় করার চেষ্টা করি। একজন গুণী অভিনেত্রী হওয়ার আপ্রাণ চেষ্টা সবসময়ই আমার মনের ভেতর কাজ করে।
উল্লেখ্য, জুঁই ছোটবেলায় বাফাতে এক বছর নাচের প্রশিক্ষণ নিয়েছিলেন। তবে তার বাবা একসময় অভিনয় করতেন বলে বাবার আগ্রহেই তিনি অভিনয়ে আসেন। ২৫শে ডিসেম্বর জন্ম নেয়া জুঁই রাজধানীর বদরুন্নেসা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন। তার অভিনীত সাম্প্রতিক সময়ে শেষ হওয়া দুটি দর্শকপ্রিয় নাটক হচ্ছে অনিমেষ আইচের ‘বিন্দু বিসর্গ’ ও এসএম শাহীনের ‘ময়না টিয়া’।