শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ১৭, ২০২৪ by

নতুন গুঞ্জনে পরিনীতি-প্রিয়াঙ্কা

দীর্ঘদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন রয়েছে বোন পরিনীতির সঙ্গে সম্পর্ক বিছিন্ন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। গুঞ্জনটি জোরালো হয় পরিনীতির বিয়ের সময় থেকে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সাত পাকে বাঁধা পড়েন পরিনীতি। অথচ চোপড়া পরিবারের সকল সদস্য বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকলেও সেখানে হাজির ছিলেন না প্রিয়াঙ্কা। পরিনীতিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে দায় সেরেছিলেন তিনি। যদিও মেয়ের পক্ষে তখন সাফাই গেয়েছিলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। তবে সেই সাফাই বেশি দিন ধোপে টেকেনি। চলতি বছরে এপ্রিল মাসে ভাইয়ের আংটিবদলের অনুষ্ঠানে প্রিয়াঙ্কা উপস্থিত থাকলেও ছিলেন না পরিনীতি।

তখন বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় পরিনীতিকে এড়িয়ে চলার চেষ্টা করছেন প্রিয়াঙ্কা। তাই পারিবারিক অনুষ্ঠানে একজন হাজির হলে অন্যজন অবর্তমান থাকেন। শুধু তাই নয়, প্রিয়াঙ্কা ভারতে এলেও পরিনীতির সঙ্গে দেখা করেন না দীর্ঘদিন। তবে এবার ভিন্ন খবরের শিরোনামে এলেন তারা। পুরোনো সম্পর্কে ফিরছেন তারা! সম্প্রতি মুক্তি পাওয়া পরিনীতির ‘অমর সিংহ চমকিলা’ মুগ্ধ করেছে দর্শকদের। এই সিনেমাটির পোস্টার ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়ে পরিনীতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা। ক্যাপশনে লিখেছেন, ‘দেখতে খুব ভালো লাগছে।’ উত্তরে পরিনীতি লিখেছেন, ‘থ্যাঙ্ক ইউ, মিমিদিদি।’ সঙ্গে জুড়ে দিয়েছেন একটি হাতজোড় সাধন ‘ইমোজি’ এবং লাল হৃদয়চিহ্ন। আর এতেই ভক্তরা মনে করছেন তাদের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে!

About The Author

শেয়ার করুন